How to Find File or Folder Location / Path in Computer?

How to Find File or Folder Location/Path in Computer?

How to Find File or Folder Location in Computer : অনেক সময় আমাদের কম্পিউটার এ যে ফোল্ডার বা ফাইল আছে তার Location বা Address দরকার পরে কিন্তু আমরা জানি সেই Folder টি কোথায় আছে তাও তার Proper অ্যাড্রেস আমরা বুঝতে পারি না , তাই আজ আমি আজকের প্রতিবেদনে আপনাদের সাথে Share করব কিভাবে আপনি আপনার Computer  এ থাকা Folder এর Location খুজে পাবেন । 



কোন ফোল্ডার এর Location অর্থাৎ ওইফোল্ডার টি সঠিক Computer  এর কোন জায়গায় আছে , এটা জানার সাধারন ভাবে দুটি পদ্ধতি আছে । প্রথমত ঃ – 

Step 1 : প্রথমে যে Folder টির Location জানতে চাইছেন সেই Folder এর ওপর Right Click করে Properties Option এ যেতে হবে । 

Step 2 : সেখানে নতুন একটি Window Open হবে । সেখানে General Tab এর মধে ফোল্ডার Location লেখা থাকবে । 


এছাড়াও আরও একটি পদ্ধতি আছে ফাইল বা ফোল্ডার লকেশান জানার জন্য । যেমন ঃ 

Step 1 : যে Folder টির Location জানতে চাইছেন সেই Folder টি ওপেন করতে হবে 
Step 2 : এবার ওই ফোল্ডার এর ওপরে আমরা একটি অ্যাড্রেস বার দেখতে পাব, সেখানে কিল্ক করলেই আমরা ওই ফোল্ডার এর সম্পূর্ণ Address টি পেয়ে যাবো । 



এভাবে খুব সহজেই আমরা যে কোন ফোল্ডার বা ফাইল এর Location/ path পেতে পারি । 

আশা করছি আজকের এই Blog  টি আপনাদের কাজে লেগেছে । এরকম ই নতুন নতুন Technical and Computer Tricks জানতে Edutech365.com এ চোখ রাখুন । 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Courses
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top