How to Find File or Folder Location/Path in Computer?
How to Find File or Folder Location in Computer : অনেক সময় আমাদের কম্পিউটার এ যে ফোল্ডার বা ফাইল আছে তার Location বা Address দরকার পরে কিন্তু আমরা জানি সেই Folder টি কোথায় আছে তাও তার Proper অ্যাড্রেস আমরা বুঝতে পারি না , তাই আজ আমি আজকের প্রতিবেদনে আপনাদের সাথে Share করব কিভাবে আপনি আপনার Computer এ থাকা Folder এর Location খুজে পাবেন ।
কোন ফোল্ডার এর Location অর্থাৎ ওইফোল্ডার টি সঠিক Computer এর কোন জায়গায় আছে , এটা জানার সাধারন ভাবে দুটি পদ্ধতি আছে । প্রথমত ঃ –
Step 1 : প্রথমে যে Folder টির Location জানতে চাইছেন সেই Folder এর ওপর Right Click করে Properties Option এ যেতে হবে ।
Step 2 : সেখানে নতুন একটি Window Open হবে । সেখানে General Tab এর মধে ফোল্ডার Location লেখা থাকবে ।