How to delete any files or folder using cmd (Command Prompt) ?


How to delete any Files or folder using cmd (Command Prompt)

How to delete any Files or folder using cmd : আমরা অনেক সময় কম্পিউটারে এমন কিছু ফোল্ডার দেখতে পাই যেগুলি আমরা চাইলেও ডিলিট (Delete) করতে পারিনা, আমরা চেষ্টা করি সেই সমস্ত ফোল্ডারকে ডিলিট করে দেওয়ার পার্মানেন্টলি কিন্তু সেই সমস্ত ফোল্ডার ডিলিট হয় না বরং Try Again এইরকম Option দেখায়। নিচে দেওয়া স্ক্রিনশটের অনুযায়ী এই ফোল্ডারটি কোথাও ওপেন আছে। তাই ডিলিট হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাই আমাদের ফোল্ডারটি কোথাও ওপেন থাকে না, তারপরেও এই রকম Option আসছে, 



কিন্তু কেন ? এই Folder আমরা কিভাবে তাহলে Delete করব ? How to delete any Files or folder ? 

সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদনটি হতে চলেছে। আজকে আমরা Step by Step দেখে নেব এই ধরনের সমস্যা পড়লে আমরা কিভাবে তা সমাধান করব ?


Step 1 : প্রথমে আমরা কম্পিউটারে Window Key + R প্রেস করে Run box রানবক্স ওপেন করে নেব , এবং সেখানে CMD টাইপ করে এন্টার প্রেশ করব । 

আমরা দেখতে পাবো আমাদের সামনে Command Prompt অর্থাৎ CMD open হয়ে গেছে।



Step 2 : এরপর আমরা নিচে দেওয়া স্ক্রিনশট অনুযায়ী উল্লেখিত লেখাটি টাইপ করব ।




rd /s “\?Folder Location”

Example : rd /s “\?c:userhpdesktopfolder”


উপরে উল্লেখ্য Red Underline মধ্যে যেটুকু আছে সেখানে আমরা আমাদের ফোল্ডার লোকেশন টি দেবো ।  


How to Find Folder Location in Computer? – Click Here


তারপর এন্টার প্রেশ করলে লেখা আসবে 

Are you Sure (Y/N)?

এখানে “Y” প্রেস করে দিতে হবে তাহলেই ফোল্ডারটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Courses
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top
    × How can I help you?